সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি
বুধবার সন্ধ্যা নাগাদ ময়নাগুড়ি নতুন বাজার বিবেকেনন্দ পল্লী নিকট জলপাইগুড়ি থেকে বানার হাট যাওয়া একটি বেসরকারি যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় মাঝরাস্তায় উলটে যায়। প্রায় ১৫ জন যাত্রী গুরুত্বর আহত হন।এ দের মধ্যে বেশ কিছু জনের অবস্থা আশংকা জনক হওয়ার কারনে তাদের জলপাইগুড়ি স্থানান্তরিত করা হয়।ময়নাগুড়ি থেকে ডিউটি করে সেই গাড়িতেই বাড়ি ফেরার পথে একজন সিভিক ভলেন্টিয়ার্স ও গুরুত্বর আহত হয়েছেন।ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ও দমকল কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করেন।হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান ময়নাগুড়ি বিধায়ক সহ স্থানীও নেতৃত্ব ।দুর্ঘটনাগ্রস্থ সেই বাসে থাকা আহত একজন ব্যক্তি জানান হঠাৎ করে গাড়ি ব্রেক ধরে, মনে হয় গাড়ির ডান পাশের চাকার পাত ভেঙ্গে জায়।এর ফলেই গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে মাঝ রাস্তায় উলটে যায়।