অভিজিৎ দাঁ ,
কাটোয়া-বর্ধমান রেল লাইনের উপর কৈচর হল্টের কাছে রেল লাইনের ধারে এক অপরিচিত ব্যক্তির দেহ মিললো। স্থানিয় বাসিন্দারা বলেন 'ওই অপরিচিত ব্যক্তি ট্রেন দূর্ঘটনায় মারা গিয়েছে।' কাটোয়ার আর.পি.এফ. এসে দেহটিকে উদ্ধার করে কাটোয়া হাসপাতালে নিয়ে যাই ময়না তদন্তের জন্য। আর.পি.এফ. এক আধিকারিক বলেন 'ঘটনাটার তদন্ত করছি। ওই মৃত ব্যক্তির পরিচয় ও কি ভাবে মারা গেল তা খুটিয়ে দেখা হচ্ছে।' তবে অনেকেই প্রশ্ন তুলেছেন যে এটা খুন, না কি শুধুই একটি সাধারণ দূর্ঘটনা। ওই অপরিচিত ব্যক্তিকে কৈচর এলাকাবাসি এর আগে কোনো দিনও দেখেন নি। স্বচোক্ষে দূর্ঘটনা ঘটতেও কেউ দেখে নাই। আর মাঝ রাতে বা ভোরে কাটোয়া-বর্ধমান লাইনে ট্রেন চলাচল বন্ধ। তা হলে ওই অপরিচিত ব্যক্তি হঠাৎ এখানে কি ভাবে এলো ? এবং দূর্ঘটনাই বা কি ভাবে ঘটল ? কৈচর হল্টে কোনো আর.পি.এফ. নাই। রাত 10 টার পর ট্রেন চলাচলও বন্ধ, রেল লাইনের ধারের এলাকা একবারে শান্ত, মানুষের আসা যাওয়া নাই। যদি রাতের অন্ধকারে কেউ কাউকে খুন করে ফেলে দিয়ে যাই তা হলে সকাল ছাড়া সে খবর কেউ জানতেও পারবে না। রাজ্য পুলিশও রাতে লাইনের ধারের এলাকা দিয়ে যাই না। তবে এলাকায় খুবই চাঞ্চল্য ছড়িয়েছে।