রবিবার, মার্চ ০৩, ২০১৯

কুমুদ সাহিত্য মেলায় কবি সাহিত্যিকরা কোগ্রামগামী

পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে কুমুদ ভিটায় আজ সারাদিনব্যাপি চলবে কুমুদ সাহিত্য মেলা। অজয় ও কুনুর নদীর সঙ্গমস্থলে মঙ্গলকোটের কোগ্রামে প্রতিবছর কয়েকশো কবি সাহিত্যিকরা এসে থাকেন। এবারে 'কুমুদ সাহিত্য রত্ন' পাচ্ছেন বিশ্বভারতীর প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য তথা অধ্যাপিকা সবুজকলি সেন মহাশয়া। এছাড়া কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক ও চিকিৎসক ডক্টর সৌমিক ঘোষ, গাছ মাস্টার খ্যাত শিক্ষক অরুপ কুমার চৌধুরী, বাউল স্বপন দত্ত, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক  মহম্মদ বদরুদ্দোজা ,  সঙ্গীতশিল্পী পলাশ হাজরা, সাংবাদিক  শ্যামল রায়, গল্পকার শুভাশিস মল্লিক,   কবি রামদুলাল বৈরাগ্য প্রমুখ সংবর্ধনা পাবেন  ।বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী রফিকুল ইসলাম সহ নানান শিল্পী কুশলীরা আসবেন অনুস্টান মঞ্চে।  কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন বলেন - গত এগারো বছর ধরে ঠিক এই দিনে পল্লিকবির জন্মদিন কে সামনে রেখে দক্ষিণবঙ্গ জুড়ে কবি সাহিত্যিকরা এখানে মিলিত হন।                                                                            

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER