মোল্লা জসিমউদ্দিন ,
হাজারের কাছাকাছি আইনজীবি এবার পথে নামলেন সরাসরি বিজেপির বিরোধিতায়। শুধু কলকাতা হাইকোর্ট নয়, কলকাতা নগর ও দায়রা আদালত, ব্যাংকশ্যাল আদালত, শিয়ালদহ আদালত এবং আলিপুর আদালতে কর্মরত বেশিরভাগ আইনজীবীদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে কলকাতা হাইকোর্ট চত্বরে নিউ সেক্রেটারি বিল্ডিং এর এক হলঘরে সেমিনারের আয়োজন করা হয়। সেখানে রাজ্য বার কাউন্সিল এর চেয়ারম্যান তথা তৃনমূল বিধায়ক অশোক দেব, প্রাক্তন বার কাউন্সিল এর চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্ট এর বর্ষীয়ান আইনজীবী আনসার মন্ডল সহ অনেকেই ছিলেন। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আইনজীবীদের কি ভূমিকা হওয়া উচিত? এই শীর্ষক আলোচনায় হাজারের কাছাকাছি আইনজীবী অংশগ্রহন করেন। যা বাংলার আইনজীবী বলয়ে অতীতে হয়েছে কিনা তা সন্দেহ। ২০১৯ এর লোকসভার প্রাক্কালে আইনজীবীদের এই ধরনের মহাসমাবেশ রাজনৈতিক দিক দিয়ে খুবই গুরত্বপূর্ণ বলে রাজনৈতিক মহলের ধারণা । গত ২০ মার্চ রাজ্য বার কাউন্সিল এর নির্বাচিত ১৫ জন সদস্যদের মুখ্যমন্ত্রী ডেকে নেন জরুরি সভায়। সেখানে কলকাতা হাইকোর্ট এর দলীয় আইনী শাখা দেখবার জন্য আনসার মন্ডল সহ আরেকজন বর্ষীয়ান আইনজীবী কে মুখ্যমন্ত্রী দায়িত্ব দেন। সেইসাথে এই ১৫ জন আইনজীবীদের কে দলের কোর কমিটিতে রাখার জন্য রাজ্য সভাপতি সুব্রত বকসী কে নির্দেশ দেন। তখনি মুখ্যমন্ত্রী আসন্ন লোকসভায় আইনজীবীদের প্রচারের মুখ হিসাবে জেলায় জেলায় নির্বাচনী মঞ্চে থাকবার অনুরোধ করেন। এর পরেই তৎপরতা আসে শাসক দলের আইনজীবীদের মধ্যে। বৃহস্পতিবার বিকেলে কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন আদালতের তৃণমূল পন্থী আইনজীবীদের সেমিনার তারই প্রাক প্রস্তুতি বলা যায়। কলকাতা হাইকোর্ট এর বর্ষীয়ান আইনজীবী আনসার মন্ডল মহাশয় বলেন - দলনেত্রীর নির্দেশে আমরা এবার দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে নামছি।