শুক্রবার, মে ১০, ২০১৯

আইনজীবীদের কর্মবিরতি কি চলবে? উত্তর মিলবে আজই


মোল্লা জসিমউদ্দিন, 

গত ২৪ এপ্রিল হাওড়া জেলা আদালতে গাড়ী রাখা নিয়ে আইনজীবীদের উপর পুলিশি সন্ত্রাস নিয়ে দুদফায় টানা ১৬ দিন আইনজীবীদের  কর্মবিরতি চলছে রাজ্যের সব আদালত গুলিতে। আজ অর্থাৎ শুক্রবার সিটি সিভিল কোর্টের ষষ্ঠতলায় বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর অফিসে কর্মবিরতি বিষয়ে গুরত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। আইনজীবীদের একপক্ষ চাইছেন যেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল বি  রাধাকৃষ্ণণ সিরিয়াসলি স্বতঃস্ফূর্ত মামলায় বিষয়টি দেখছেন সেখানে কর্মবিরতির সময়সীমা বাড়ানোর কোন দরকার নেই, পক্ষান্তরে বিচারপতিদের প্রতি একপ্রকার অনাস্থা নেওয়ার সামিল হয়ে যাবে। উল্টোদিকে আইনজীবীদের অন্যপক্ষ বিশেষত হাওড়া জেলা আদালতে বার এসোসিয়েশন মনে করছে অভিযুক্ত পুলিশ অফিসারদের প্রতি কড়া ব্যবস্থাগ্রহণ না করা অবধি কর্মবিরতি বহাল থাকুক।যেভাবে সেদিন (২৪ এপ্রিল)  সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত হাওড়া পুলিশ কমিশনারেট আইনজীবীদের উপর তান্ডবলীলা চালিয়েছে, সেখানে জীবনের নিরাপত্তা কোথায়?  ইতিমধ্যেই গত ৮ মে অর্থাৎ বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির  ডিভিশন বেঞ্চে সেদিনের নিগৃহীত আইনজীবী তনুশ্রী দাসের তরফে কর্মস্থলে মহিলাদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করা রাস্ট্রের কর্তব্য বিষয়টি তুলে ধরা হয়েছে। এটিকে 'বিশেষ মামলা' হিসাবে হাইকোর্টে গ্রহণ হয়েছে, তবে অন্য কোন মামলাকারী এটি কে রেফারেন্স হিসাবে নথিভুক্ত করতে পারবেনা বলে উল্লেখ হয়েছে। ঠিক এইরকম পরিস্থিতিতে কর্মবিরতি বিষয়ে দুভাগ আইনজীবীমহল। তার রেশ পড়তে চলেছে আজকের বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর বৈঠকে। প্রথম পর্যায়ে ২৪ এপ্রিল থেকে ২ মে কর্মবিরতি ঘোষণা শান্তিপূর্ণ ভাবে হলেও, গত ২ মে কর্মবিরতি বাড়ানোর ঘোষণা নিয়ে আইনজীবীদের মধ্যে হাতাহাতি পর্যায়ে পৌঁছে যায়। দাবি, রাত সাতটা পর্যন্ত সেদিন বার কাউন্সিল এর প্রতিনিধিদের অফিস ঘরে অবরুদ্ধ করে রাখে কয়েকশো আইনজীবী। পরে অবশ্য ১০ ই মে অবধি রাজ্যজুড়ে আদালতে আইনজীবীদের কর্মবিরতি চলার ঘোষণা করা হয়। এরেই মধ্যে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এর সদস্য তথা কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী বৈশ্বানর চট্টপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এর এজলাসে বীরভূম জেলা তৃনমূল সভাপতি অনুব্রত মন্ডলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের 'নজরবন্দী' নির্দেশিকার বিরুদ্ধে মামলা দাখিল করেন। যা নিয়ে প্রবল চাপের মধ্যে বার কাউন্সিল এর তরফে শোকজ করা হয় ওই আইনজীবী কে। কেন তিনি কর্মবিরতির মাঝেই মামলা লড়তে গেলেন, সেই বিষয়ে। এই বিষয়টি নিয়েও আইনজীবীদের বড় অংশ ক্ষুব্ধ। টানা ১৬ দিন আইনজীবীদের কর্মবিরতি চলছে। সেখানে পেশাগত দিকদিয়ে বিপর্যস্ত আইনজীবীদের বড় অংশ। বিশেষত মহকুমা ও জেলাস্তরের আইনজীবীদের উপর আর্থিক মন্দার প্রভাব সবচেয়ে বেশি ঘটেছে বলে আইনজীবীরা জানাচ্ছেন। সেইসাথে আইনজীবিদের ল ক্লাক (মুহুরি) , স্ট্যাম্প পেপার বিক্রেতা, টাইপিস্ট, আদালত চত্বরে জেরক্স / ডিটিপি দোকানদাররাও এই টানা কর্মবিরতির ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আবার ২৪ মে থেকে ৯ জুন অবধি কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত সিভিল ( দেওয়ানি)  আদালতে বর্ষার ছুটি পড়বে। তাই সেসময় পেশাগত আয়ের কোন সুযোগ পাবেন না বেশিরভাগ আদালতের সাথে যুক্ত ব্যক্তিরা। তাই ১০ মে অর্থাৎ আজকের বৈঠকে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল কি ঘোষণা করে আইনজীবিদের কর্মবিরতি নিয়ে?  তার দিকে তাকিয়ে গোটা রাজ্যবাসী। তবে আগামী ১৩ মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কোন নির্দেশ দিতে পারে হাওড়া কান্ডের পরিপেক্ষিতে। সেক্ষেত্রে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল ১৪ মে অবধি কর্মবিরতি বহাল রাখার ঘোষণাও করতে পারে বলে আইনজীবীদের একাংশ মনে করছে। উল্লেখ্য গত ৮ মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ হাওড়ার ঘটনা  নিয়ে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল কে মামলায় যুক্ত করে এবং ১৩ মে এর মধ্যে হলফনামা মারফত বক্তব্য পেশের নির্দেশিকা জারী হয়েছে। এছাড়াও  ১০ মে এর মধ্যে হাওড়া বার এসোসিয়েশন কেও হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানবিচারপতি। হাওড়া বার এসোসিয়েশন এর পক্ষে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও রাজ্যের পক্ষে এডভোকেট জেনারেল কিশোর দত্ত কোন নিদিষ্ট আবেদন পেশ হয়নি বলে সওয়াল করেন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। ঠিক এইরকম পেক্ষাপটে জমজমাট হয়ে উঠেছে হাওড়া জেলা আদালতে আইনজীবী দের উপর পুলিশি সন্ত্রাসের ঘটনা টি । কেউ কেউ বলছেন, ২০০২ সালে কোর্টে স্ট্যাম্প ফি নিয়ে রাজ্যজুড়ে টানা ২২ দিনের আইনজীবীদের কর্মবিরতি চলেছিল। সেই কর্মবিরতির রেকর্ড ভাঙতে দরকার আরও ৬ দিন। ২২ দিনের রেকর্ড ভাঙতে হাওড়া কান্ড আর কতদূর পথ এগিয়ে যায়, তার দিকে নজর রাখছেন অনেকেই।                                                                                                                                                                                                                                                                                                     

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER