শুক্রবার, মে ১৭, ২০১৯

চিলের বাচ্চা বাঁচালো ভাতার

আমিরুল ইসলাম ,

ভাতার বাজারের একটি চিলের বাচ্চা উদ্ধার, তুলে দেওয়া হলো বনদপ্তর এর হাতে।

ভাতার বাজারে চিলের বাচ্চা উদ্ধার করলন ভাতার বাজারের বেশ কয়েকটা ব্যবসায়ী। অনেক মানুষ চিলের বাচ্চা কে দেখতে ভিড় জমিয়েছেন।

স্থানীয় সূত্রে খবর গতকাল বিকেল বেলায়, একটি চিলের বাচ্চা ভাতার বাজারের 22 বিঘা কাছে একটি অসৎ গাছে আশ্রয় নেন পার্শ্ববর্তী বহু  কাক এসে ওই বাচ্চাটিকে আক্রমণ করে ।স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি বাচ্চাটিকে উদ্ধার করে। এরপর শুরু হয় বাচ্চাটি চিকিৎসা। তাকে খাবার দেয়া হয় ।খাবারের মেনুতে থাকে ডিম ,গ্লুকোন ডি ,ছাতু ঘুলা ইত্যাদি।

এরপর আজ সকালে বনদপ্তর এর হাতে সেই বাচ্চাটিকে তুলে দিলেন ওই সমস্ত ব্যবসায়ী। যারা ওই পাখিটিকে উদ্ধার করেন তারা হলেন, নিলু ঠাকুর , অমিলান মন্ডল, পার্থ বৈরাগ্য।এই বাচ্চাটি প্রথমে উদ্ধার করেছে হোম কুমার রানা, বাড়ি ভাতার বাজারের রামকৃষ্ণ পল্লীতে। আজ বন্য প্রাণী উদ্যানের কর্মী   জয়ন্ত ধারার হাতে এই চিলের বাচ্চা টিকে তুলে দেন। জয়ন্ত বাবু জানান এটি কে আমরা সংরক্ষণ শালায় রেখে দেব এবং এর চিকিৎসা চলবে। বর্তমানে চিলের সংখ্যা অনেক কমে গেছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER