শুক্রবার, মে ০৩, ২০১৯

ভাতার মঙ্গলকোট জুড়ে বোরো ধান তুলছে চাষিরা

   

 মোল্লা জসিমউদ্দিন ,
আমিরুল  ইসলাম ,

   কৃষি দপ্তরের পরামর্শ মত জোর কদমে ধান তোলার কাজ চলছে ভাতার মঙ্গলকোট ব্লক এলাকা জুড়ে।তিন দিন আগে থেকেই সতর্কবার্তা দিয়েছে রাজ্য কৃষি দপ্তর। পাশাপাশি সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর থেকেও। আবহাওয়া দপ্তর ও কৃষি দপ্তরের পরামর্শ মত চাষিরা সতর্ক হয়ে জোর কদমে বরো ধান তোলার কাজ করছে ভাতার মঙ্গলকোট  ব্লক জুড়ে ।ভাতারের শেখ আইনুল,  মঙ্গলকোটের সুকান্ত ঘোষ চাষিরা  জানায় -  আমরা  মোবাইলের ফেসবুকের মাধ্যমে  জানতে পারি আগামী 3 তারিখে ব্যাপক ঝড় বৃষ্টি হবে। সেই কথা মাথায় রেখে বোরো ধান কাটার কাজ করছি জোরকদমে আর হয়তো দুদিন সময় দিলে ধান সব ঘরে চলে আসবে। আবহা দপ্তরের কথামতো চাষিরা দিনরাত পরিশ্রম করে বোরো ধান কাটার কাজ করছে ।সপ্তাহ খানেক  আগে তুমুল শিলাবৃষ্টির জেরে মঙ্গলকোট ভাতারের দশের বেশি অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল চাষাবাদে ।ভাতারের সাহেবগঞ্জ এক নম্বর, সাহেবগঞ্জ দুই নম্বর ,বনপাস, মাহাতা ,বামুনারা ,এরুয়ার,পালিগ্রাম, চাণক, গোতিস্টা, লাখুরিয়া, ঝিলু ১ নং   প্রভৃতি অঞ্চল গুলোতে ধান - পেঁয়াজ - তিল -;সবজিতে  ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় শিলাবৃষ্টির ফলে।পুনরায় আবার ঝড় বৃষ্টি হলে মঙ্গলকোট ভাতারের চাষিরা ফের ক্ষতির মুখে পড়বে  বলে মনে করছে ওয়াকিবহাল মহল।    

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER