সুদিন মন্ডল,ভাতার :-বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য স্কুল কামাই করার কারনে ছেলেকে বকাঝকা ও মারধর করে বাবা ! ফলস্বরূপ কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে নিখোঁজ ছেলে !ছেলেকে খুঁজে পাবার চেষ্টায় পুলিশের শরণাপন্ন বাবা! ভাতারের বিজিপুর গ্রামের ঘটনা! পলাতক ছেলের নাম অর্জুন সোরেন !বিজিপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সে !শনিবার সকালে ভাতার থানা দাঁড়িয়ে বাবা শ্যামলাল সোরেন জানান বৃহস্পতিবার বন্ধুদের পাল্লায় পড়ে অযথা স্কুল কামাই করে অর্জুন! সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরে এসে সেকথা জানতে পেরে শ্যামলাল অর্জুনকে বকাঝকা ও হালকা মারধর করে ! শুক্রবার সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় অর্জুন! দিনভর নানান আত্মীয়স্বজনের বাড়ি খোঁজাখুঁজি ফোন করেও কোনো সন্ধান না পেয়ে শনিবার ভাতার থানায় নিখোঁজের ডায়েরি করে বাবা শ্যামলাল সোরেন !সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে ভাতার থানার পুলিশ!