নিজস্ব সংবাদদাতা, ক্যানিং:- কাপড় সেলাইয়ের কারখানার আড়ালে গোপনে চলত অস্ত্র তৈরি।অভিযান চালিয়ে সেই অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ ।এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের আমতলা গ্রামে।এই ঘটনায় পুলিশ সিদ্দিক লস্কর ওরফে খোঁড়া সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে।এদিন রাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে ধৃতের বাড়িতে অস্ত তৈরি কারখানা আছে। সেইমতো বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের ওসি লক্ষ্মীরতন বিশ্বাস ও ক্যানিং থানার আইসি সতীনাথ চট্টরাজের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ওই বাড়িতে অভিযান চালায়।
পুলিশ জানিয়েছে ওই অস্ত্র কারখানা থেকে পাঁচটি একনলা বন্দুক,দুটি ৬ চেম্বার পাইপ গান,১২ টি একনলা পাইপ গান,২০ টি গুলি,৪ টি বন্দুকের নল এবং অস্ত্র তৈরির ড্রিল মেশিন,লোহার রড,বন্দুক তৈরির যন্ত্রাংশ, স্প্রিং সহ অন্যান্য সরঞ্জাম।
এ বিষয়ে বারুইপুর জেলা পুলিশ সুপার রশিদ মুনির খাঁন বলেন,বছর তিনেক আগে সিদ্দিককে একবার গ্রেফতার করা হয়েছিল।পরে সে ছাড়া পায়।বাড়ি ফিরে সে আবার নতুন করে অস্ত্র তৈরি কারখানা খুলে বসে।তাকে জেরা করে জানার চেষ্টা হচ্ছে কোথায় কোথায় সে এই আগ্নেয়াস্ত্র সরবরাহ করতো।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ক্যানিং,কুলতলী, জয়নগর সহ জেলার বিভিন্ন প্রান্তে সে অস্ত্র সরবরাহ করত।ধৃত ওই ব্যক্তি ৪ থেকে ১০ হাজার টাকায় অস্ত্র বিক্রি করতো।হাওড়া থেকে কিনে আনত অস্ত্র তৈরীর সরঞ্জাম।
শুক্রবার, জুলাই ২৬, ২০১৯
কাপড়ের সেলাইয়ের দোকানের আড়ালে অস্ত্র কারখানা
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...