রবিবার, আগস্ট ২৫, ২০১৯

দুই বাংলা কে সম্মান জানালো জিরো পয়েন্ট পত্রিকার নজরুল উৎসব

সেখ সামসুদ্দিনঃ জিরো পয়েন্ট নজরুল উৎসব ২০১৯  উদযাপিত হয় মেমারি ১ বিডিও অডিটোরিয়াম হলে। এখানে নজরুল ইসলামের ও জিরো পয়েন্টের প্রয়াত সম্পাদক সেখ আনসার আলির ছবিতে মাল্যদান করেন নজরুল ইসলামের ভাইপো কাজী রেজাউল করিম। এদিন নজরুল অ্যাওয়ার্ড ২০১৯ প্রদান করা হয় বাংলাদেশ ঢাকার নজরুল গবেষক ও বাংলা একাডেমির উপপরিচালক ডঃ তপন কুমার বাগচী পশ্চিম বর্ধমানের চুরুলিয়ার কবির ভ্রাতুষ্পৌত্রী সোনালী কাজীকে। জিরো পয়েন্ট অ্যাওয়ার্ড প্রাপকরা হলেন হুগলীর সিঙ্গুরের বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষক ও জনকল্লোল পত্রিকার সম্পাদক দিলীপ সাঁতরা, বিশিষ্ট সাহিত্যিক, চিকিৎসক ও সমাজসেবী ডাঃ অভয় সামন্ত, বিশিষ্ট সাহিত্যিক ও নাট্যকার অমিয় মুখোপাধ্যায়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী বৈদ্যনাথ রায়, রাণীগঞ্জের বিশিষ্ট সাহিত্যিক, সমালোচক, বাচিকশিল্পী অমিতাভ দত্ত, বিশিষ্ট বিজ্ঞানী মনোময় ঘোষ, বোলপুরের বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষক গোলাম মর্তুজা, মেমারির স্বেচ্ছাসেবী সংস্থা টিম আঁচল এবং আনসার অ্যাওয়ার্ড গ্রহণ করেন বিশিষ্ট সাংবাদিক, সংগঠক ও ম্যাসেঞ্জার পত্রিকার পত্রিকার সম্পাদক বৈদ্যনাথ কোঙার। এছাড়াও জিরো পয়েন্ট শিক্ষা বৃত্তি দেওয়া হয় রসুলপুরের কনিকা মুদি ও বড়শুলের অরিন্দম মান্ডিকে। মঞ্চে উপস্থিত ছিলেন বিডিও বিপুল কুমার মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, সদস্য মধুসূদন ভট্টাচার্য, বিজ্ঞানী মনোময় ঘোষ, পুর কাউন্সিলার বিদ্যুৎ দে, কাজী রেজাউল করিম, সোনালী কাজী, আন্জু মানোয়ারা আনসারী, প্রমুখ। প্রয়াত আনসার আলীর স্ত্রী আজ জিরো পয়েন্টের দায়িত্বভার তুলে দেন একমাত্র পুত্র আনোয়ার আলী আনসারীর হাতে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন শিক্ষক কমলেশ মন্ডল, পুত্রবধূ ব্রততী আলী ঘোষ ও সন্দীপ রায়।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER