রবিবার, সেপ্টেম্বর ০১, ২০১৯

ইউনিভার্সিটি ইনস্টিটিউট সভাগৃহের ১২৯ তম বার্ষিকী

মোল্লা জসিমউদ্দিন, 

কলকাতার কলেজ স্ট্রিট পাড়ায় বিপ্লবী ঋষি অরবিন্দের বাড়ীর পাশে ঐতিহ্যশালী ' কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট এর ১২৯ তম বর্ষপূর্তি উদযাপন হয়। গত শনিবার এবং রবিবার টানা দুদিন ধরে একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। এই উদযাপন কমিটির যুগ্ম উপসচিব অভিতাভ দাস ও শুভাশিস মুখোপাধ্যায় রয়েছেন। বিভাগীয় সচিব হিসাবে আছেন 'রবীন্দ্র ভারতী সোসাইটি' এর সাধারণ সম্পাদক সির্দ্ধাথ মুখোপাধ্যায়। গত শনিবার বিকেলে পতাকা উত্তোলনের মাধ্যমে এই বর্ষপূর্তি সভার সূচনা হয়। কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট এর সভাপতি পদে আসীন রয়েছেন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।এই বর্ষপূর্তি উদযাপনের সূচনা করেন বিচারপতি সৌমিত্র পাল। প্রধান অতিথি ছিলেন বিচারপতি অসীম কুমার রায়। উপস্থিত  ছিলেন  এই ইউনিভার্সিটি  ইনস্টিটিউট  এর  একদা  ডেপুটি  সেক্রেটারি  তথা  রাজ্যের  খাদ্যমন্ত্রী  জ্যোতিপ্রিয়  মল্লিক । তিনি ইউনিভার্সিটি  ইনস্টিটিউট  এর  সাথে  যুক্ত  নানান  ঘটনা  তুলে  ধরেন। সেইসাথে রাজ্যের  তরফে  সবরকম  সহযোগিতা  করার  আশ্বাস  দেন। ছিলেন প্রাক্তন সাংসদ তথা ইউনিভার্সিটি ইনস্টিটিউট এর সচিব ডক্টর মমতাজ সংঘমিত্রা।  উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। বাঁশি পরিবেশনায়  শ্রীময়ী মুখোপাধ্যায় দর্শককূলের মন জয় করে নেন। গান পরিবেশন করেন পৌষালি বন্দ্যোপাধ্যায়, সুরজিত ও বন্ধুরা। শনিবার সন্ধেবেলার এই সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার পর রবিবার সন্ধে ৬ টায় আবৃত্তি পাঠ করেন রবীন মজুমদার এবং মনীষা ভট্টাচার্য।শংকর ভট্টাচার্যের নির্দেশনায় ' হরিবংশ'  নামে নাটক পরিবেশন হয়। এই নাটকে আহবায়ক হিসাবে আছেন সঞ্জয় চ্যার্টাজী।  আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে শারদোৎসবের আগমনী নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলে জানান আয়োজকদের পক্ষে সির্দ্ধাথ মুখোপাধ্যায়।                                                                 

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER