আমিরুল ইসলাম,
ভাতার ব্লক ও ভাতার পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে শুক্রবার যুব সংসদ প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠান হল। ভাতারের প্রায় সাতটি হাইস্কুলের পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।পার্লামেন্টে যেভাবে বিরোধী এবং শাসক দল তাদের বিভিন্ন সমস্যার কথা আলোচনা করেন এবং কি সমাধান করতে হবে। সেই ভাবেই ছাত্রছাত্রীরা যুব সংসদ প্রতিযোগিতা করেছে।অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা জানাই - 'পড়াশোনার পাশাপাশি ব্লক প্রশাসন যে উদ্যোগ নিয়েছে যুব সংসদ প্রতিযোগিতা, তাতে করে আমাদের আগামী চলার পথে অনেক কাজ দেবে। পড়াশোনার পাশাপাশি এই সমস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আমাদের জ্ঞান অনেক বৃদ্ধি হবে'।পঞ্চায়েত সমিতির ক্রীড়া কর্মাধ্যক্ষ জয়ন্ত হাটি জানান - 'আজ ভাতার ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে যুব সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে সাতটি স্কুলের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। পড়াশোনার পাশাপাশি এই ধরনের প্রতিযোগিতা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে'।এই প্রতিযোগিতায় কাটমানি থেকে দিদি কে বলো কর্মসূচি সবই আলোচিত বিষয় হিসাবে উঠে আসে।