সুদিন মন্ডল, ভাতাড় :-সাতসকালেই পথ দুর্ঘটনার ঘটনা ঘটলো ভাতারে। ভাতারের বলগোনা গুসকরা রোডের পাটনা মোড়ের কাছেএকটি মারুতি গাড়ি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ।ঘটনায় গুরুতর আহত মোটরবাইক আরোহী হাসপাতালে চিকিৎসাধীন ।স্থানীয় সূত্রে জানা গেছে আহত মোটরবাইক আরোহীর নাম রিন্টু শেখ। বাড়ি নিত্যানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের মুরাতিপুর গ্রামে। পুলিশ বাইক ও মারুতি গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।