গোপাল দেবনাথ,
আশা আছে, ভালোবাসাও আছে : কার্লিটা মারিয়া মোহিনী
এদেশে জেলকে এখন বলা হয় সংশোধনাগার। অপরাধীদের বন্দি করে শাস্তি দেওয়া এখন লক্ষ্য নয়। নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত জেলের বাইরে চার দেওয়ালের মধ্যে রেখে অপরাধীদের চারিত্রিক সংশোধনই লক্ষ্য। রাজ্যের বর্তমান কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তাই পূর্বসূরিদের পথেই চলছেন। সংশোধনাগারে লঘু গুরু নানা অপরাধের নানা অপরাধীরা থাকেন। কেউ কেউ আবার অপরাধী নন। কিন্তু প্রমানাভাবে অপরাধী তকমা পেয়েছেন। থাকেন যাবজ্জীবন কারাদণ্ডের আসামিরাও। রাজ্যসরকার এদের জন্য মুক্ত কারাগারেরও ব্যবস্থা করছেন। সংশোধনাগারের প্রশাসনিক কর্তারা এখন অনেক উদার দৃষ্টিতে এই সামাজিক সমস্যাগুলিকে নিয়ে ইতিবাচক ভাবনা ভাবছেন। বিষয়টি বাস্তবে রূপ পাচ্ছে অলকানন্দা, নাইজেল, আকারার মতো মানুষজনের সাহচর্যে। এবার এগিয়ে এলেন ইন্দো -ব্রাজিলিয়ান কণ্ঠশিল্পী কার্লিটা মারিয়া মোহিনী। প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিদের দিয়ে নির্মাণ করলেন গানের এলবাম 'আমার আশা'। ইংরেজি, হিন্দি, পর্তুগিজ, স্প্যানিশ ভাষায় বাংলার লোকসংস্কৃতিকে ফিউশনে রূপ দিয়েছেন তিনি। শিল্পীর প্রশংসার সঙ্গে সাধুবাদ প্রাপ্য সংশ্লিষ্ট করা দফতরের আধিকারিকদের। এলবামটি চিত্রায়িত হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারের চার দেওয়ালের মধ্যে। কিন্তু সবুজে ঘেরা বাগানে উজ্জ্বল দিনের আলোতে দেখা গেছে দন্ডাজ্ঞাপ্রাপ্ত মানুষগুলোর মুখে স্বীকৃতির অনাবিল সুখ। কার্লিটা তাঁর এই বিপ্লব ছড়িয়ে দিতে চান ভারতের সবকটি সংশোধনাগারে। সমাজের মূল স্রোতে অপরাধীদের ফিরিয়ে দেওয়ার প্রথম পদক্ষেপের এই কর্মযজ্ঞে তাঁর পরবর্তী লক্ষ্য মুম্বাই। এখন তাঁর বাসস্থান যে ওখানেই।