শুক্রবার, অক্টোবর ১১, ২০১৯

'ও বন্ধু আমার' ছবির সিডি রিলিজ

রাজকুমার  দাস ,

'ও বন্ধু আমার' সিনেমার ট্রেলার ও সঙ্গীত প্রকাশ অনুষ্ঠান হল। এই ছবিতে যে সকল অভিনেতা ও অভিনেত্রী অভিনয় করেছেন তারা হলেন-মিত, রিতিকা, অরুণ ব্যানার্জী, অনুরাধা রায়, মৌসুমি সাহা, খরাজ মুখার্জি, বিশ্বজিৎ চক্রবর্তী, সুপ্রিয় দত্ত প্রমুখ। সিনেমার গল্প টা এই রকম- আদি হল মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এমন একজন মেধাবী ছেলে যার জন্য কলেজের প্রত্যেকটা মেয়ে পাগল। তার হাঁটাচলা, কথাবার্তা এমনকি তার মুচকি হাসি দেখার জন্য মেয়েরা তার আশেপাশে সারাদিন ঘোরাফেরা করে। প্রতিদিন মেয়েদের কাছ থেকে প্রপোশ পেতে পেতে সেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তার। কিন্তু সে কখনও কোনও মেয়ের প্রপোশাল একসেপ্ট করেনি। কিন্তু একদিন সেই অঘটন'টাই ঘটে গেল তার জীবনে। রুহী'কে প্রথমবার দেখেই তার প্রেমে পড়ে গেল আদি। অনেক চেষ্টার পর মজার একটা ঘটনার মাধ্যমে তাদের প্রেম'টা হয়ে গেল ঠিকই কিন্তু তারপরেই শুরু হল আসল বিপত্তি। রুহীর বাবার সাথে শত্রুতা মেটাতে কালিশঙ্কর রুহীর ওপর আক্রমণ করে বসলো এবং মাথায় আঘাত পেয়ে রুহী তার জীবনের ফেলে আসা দিনের সমস্ত কিছু ভুলে গেল, ভুলে গেল আদিকেও। এরপর শুরু হল আদির জীবনের আসল লড়াই। একদিকে তার ভালোবাসা ফিরে পাওয়ার লড়াই। অন্যদিকে রুহীকে আঘাত করার বদলা। শেষপর্যন্ত কি পারবে আদি তার ভালোবাসার মানুষ'কে সুস্থ করে তার স্মৃতি ফিরিয়ে আনতে? নাকি সারাজীবন দূর থেকে ভালোবেসে যাবে তাকে? জানতে হলে দেখতে হবে 'ও বন্ধু আমার'।এই সিনেমার প্রযোজক গোপাল চৌধুরী, পরিচালক সঞ্জয় দাস, সংগীত পরিচালক জয়-অঞ্জন। গায়ক কুমার শানু, জুবিন গর্গ, পালক মুছল, রাজ বর্মন, শান ও বিরিনা পাঠক।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER