সানি প্রসাদ
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বর্ধমান শহরের জিজেলসেট সংলগ্ন এলাকায়। পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বর্ধমান-কালনা রোডে বর্ধমানের দিক থেকে কালনার দিকে যাওয়ার সময় একটি টোটোর সঙ্গে মুখোমুখি ভাবে ধাক্কা লাগে কালনা থেকে বর্ধমান গামী একটি বাসের। বাসের ধাক্কায় গুরুতর জখম হন টোটো চালক শেখ লালন। জানা গিয়েছে, তিনি শহরের দুবরাজদিঘি এলাকার বাসিন্দা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। জানা গিয়েছে, ওই সময়ই কয়েক জন উত্তেজিত জনতা ক্ষোভ প্রকাশ করে ওই বাসটিতেও ভাঙচুর চালায়। যাতে বাসের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। যদিও এদিনের ঘটনা নিয়ে কোনও লিখিত অভিযোগ হয়নি বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল একেবারে জেলা সরকারি আবাসনের সামনেই। ওই রাস্তায় নাকি প্রায়ই পথ দুর্ঘটনা ঘটছে। যা নিয়েই স্থানীয়দের অভিযোগ বাসগুলি বেলাগাম ভাবে দ্রুত গতিতে চলাচল করে। স্টেশনে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য তাড়ায় থাকে বাস চালকরা। যার জেরেই এই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। ওই রাস্তায় স্পিড ব্রেকার বসানোরও দাবি করেন স্থানীয়রা।