শুক্রবার দুপুরে দিল্লীর সুপ্রিম কোর্টে সারদা মামলায় রাজীবের জামিন খারিজের আপিল মামলা উঠে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলে। গত ৪ অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি শহিদুল্লা মুন্সির ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে এই আপিল মামলাটি তদন্তকারী সংস্থা সিবিআই করে। ৪ অক্টোবর থেকে ২৯ অক্টোবর এই মামলার শুনানি স্থগিত ছিল। গত সোমবার এই মামলাটি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এসএ বোবদের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য নথিভুক্ত থাকলেও মহারাস্ট্রে সরকার গঠন নিয়ে মামলায় শুনানিতে সিবিআইয়ের পক্ষে সলিসিটর জেনারেল ব্যস্ত থাকায় সারদা মামলায় রাজীবের জামিনের বিরুদ্ধে আপিল মামলার শুনানি হয়নি। শুক্রবার দুপুরে এই মামলার শুনানি চলে। সেখানে সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার তথা এডিজি সিআইডি রাজীব কুমার কে অবিলম্বে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে সওয়াল করে থাকে। যুক্তিতে বারবার সিবিআইয়ের জেরায় ডেকে না পাওয়া এবং আগাম জামিনের জন্য নিম্ন আদালত থেকে কলকাতা হাইকোর্টে দরবার করা প্রশ্ন গুলি তোলা হয়। তথ্য ও প্রমাণ লোপাট এর গুরতর অভিযোগ তোলা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। দেশের প্রধান বিচারপতি এই মামলায় রাজীবের বক্তব্য জানার জন্য নোটিশ ইস্যু করে। সেইসাথে উপযুক্ত তথ্য ও প্রমাণ সুপ্রিম কোর্টে না জানিয়ে গ্রেপ্তার নয়। তা পরিস্কার ভাবে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। কেননা রাজীব কুমার একজন উচ্চপদস্থ পুলিশ কর্তা। তাই সিবিআই কে আগাম রাজীবের বিরুদ্ধে তথ্য ও প্রমাণ পেশ করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। সিবিআইয়ের তথ্য ও প্রমাণ দেখেই সুপ্রিম কোর্ট সির্দ্ধান্ত নেবে সারদা মামলায় আইপিএস রাজীব কুমার গ্রেপ্তার হবে কিনা। ওয়াকিবহাল মহল মনে করছে - এতে চাপ বেড়ে গেল সিবিআইয়ের। কেননা গ্রেপ্তার পরবর্তী হেফাজতের পর হেফাজত নিয়ে যে তথ্য ও প্রমাণগুলি পর্যবেক্ষণ ও সন্ধান করতো সিবিআই। সেখানে গ্রেপ্তারের আগে সিবিআই কে সেইসব তথ্য ও প্রমাণ গুলি কে আগাম সুপ্রিম কোর্টে সুনির্দিষ্টভাবে তুলে ধরতে হবে।কেননা সারদা মামলায় বারবার সিবিআইয়ের বিরুদ্ধে উদ্দেশ্যেপ্রনোদিত ভাবে কাজ করার অভিযোগ রয়েছে এই রাজ্যের শাসকদলের।