বর্ধমান বইমেলায় বিদ্যাসাগর মঞ্চে প্রবীণ সাংবাদিক প্রবীর চট্টপাধ্যায় ও ইতিহাসবিদ সর্বজিত যশ সম্পাদিত 'ফিরে দেখা বর্ধমান' বইটি উদ্বোধন হল। উপস্থিত ছিলেন সাহিত্যিক নলিনি বেড়া, সাহিত্যিক শেখর সেনগুপ্ত প্রমুখ।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...