সানি প্রসাদ
হেলমেট পড়লেই হাতে এক কেজি পেঁয়াজ। অগ্নিমূল্যের বাজারে মহার্ঘ পেঁয়াজ।
ট্রাফিক নিয়ম মেনে হেলমেট পড়ে গেলেই ১ কেজি পেঁয়াজ উপহার বাইক চালকদের। রবিবাসরীয় সকালে পথ সচেতনতার অভিনব উদ্যোগ পূর্ব বর্ধমানের মেমারীতে।এদিন মেমারির পাল্লা পল্লিমঙ্গল সমিতি সকাল থেকে দুপুর পর্যন্ত পাল্লা রোডে হেলমেট পড়ে যাওয়া বাইক চালকদের ১ কেজি করে পেঁয়াজ উপহার দেয়। এই দুর্মূল্যে বাজারে বাইক নিয়ে হেলমেট পড়ে রাস্তায় বেড়িয়ে সচেতনতার বিনিময়ে পেঁয়াজ পেয়ে খুশি বাইক চালকরাও। সেব ড্রাইভ সেভ লাইফ নিয়ে সরকারি বা বেসরকারী ভাবে এত প্রচার।তবু এদিন দুর্ভাগ্যের বিষয় মাত্র ৩২ জন হেলমেট পড়ে বাইক আরোহী মহার্ঘ পেঁয়াজ উপহার পান।ওই রাস্তায় দু'শোর উপরে বাইক চালক বিনা হেলমেট গিয়ে এদিন বড় আফসোস করছেন। উদ্যোক্তা রা বলেন হেলমেট ছাড়া রাস্তায় বেড়িয়ে আফশোসে কপাল চাপড়াচ্ছেন। পিয়াঁজ না পেয়ে কপাল চাপড়াচ্ছেন বটে কিন্তু হেলমেট না পড়লে আপনার জীবনের জন্য আপনার পরিবারকে কপাল চাপড়াতে হবে। তাই পেঁয়াজের জন্য নয়, নিজের জীবনের গ্যারেন্টির জন্য হেলমেটটা দয়া করে পড়ুন। এই রকম পথ সচেতনায় পেঁয়াজ বিলির সারপ্রাইস ইভেন্টে দুর্মূল্যের বাজারে বিনাপয়সায় পেঁয়াজ পেতে পথ নিরাপত্তা মেনে হেলমেট পড়ে বেড়ুলে ক্ষতি কি ! পিয়াঁজের সঙ্গে উপরি পাওনা নিজের জীবনের সুরক্ষার গ্যারান্টিও।