মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০১৯

দুস্থ শিশুদের বড়দিনের আনন্দ দিলো সুসম্পর্ক

সুকান্ত ঘোষ 


২২ ডিসেম্বর 'সুসম্পর্ক'  বড়দিন উৎসব উপলক্ষে ৫০ টিরও বেশি দুস্থ বাচ্চাকে নিয়ে কেক কাটার মাধ্যমে সুচনা হয় আগাম বড়দিন উৎসব।   তারপর তাদের  হাতে তুলে দেওয়া হয়  শীতের কম্বল এবং মশারি।পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য তাদের হাতে তুলে দেওয়া হয় ফুলের চারাগাছ । এই মহৎ উদ্যোগের সুসম্পর্কের পাশে এসে দাঁড়িয়েছেন চিকিৎসক নীলাদ্রি শেখর দোলুই। কলকাতার ঠাকুরপুকুর জেমসলং সরণি  সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান । 
অনুষ্ঠানের আয়োজক 'সুসম্পর্কে'র সম্পাদক  শ্রী অরবিন্দ সিংহ জানান - পথশিশু সহ দুস্থ শিশুদের নিয়ে আমরা সারাবছর এই ধরনের কাজ করি।       

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER