২২ ডিসেম্বর 'সুসম্পর্ক' বড়দিন উৎসব উপলক্ষে ৫০ টিরও বেশি দুস্থ বাচ্চাকে নিয়ে কেক কাটার মাধ্যমে সুচনা হয় আগাম বড়দিন উৎসব। তারপর তাদের হাতে তুলে দেওয়া হয় শীতের কম্বল এবং মশারি।পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য তাদের হাতে তুলে দেওয়া হয় ফুলের চারাগাছ । এই মহৎ উদ্যোগের সুসম্পর্কের পাশে এসে দাঁড়িয়েছেন চিকিৎসক নীলাদ্রি শেখর দোলুই। কলকাতার ঠাকুরপুকুর জেমসলং সরণি সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান ।