সেখ সামসুদ্দিন
পাল্লারোড পশপুকুর সুসৌর গাঁওতা ক্লাব আয়োজিত সরস্বতী পূজা উপলক্ষে নানান সামাজিক ও সাংকৃতিক কাজের উদ্যোগ নেওয়া হয়। আদিবাসী সংস্কৃতি ধরে রাখতে আদিবাসী নাচ গানের পাশাপাশি তীরন্দাজ সহ নানা ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়। সমাপ্তি অনুষ্ঠানে পশপুকুর সহ আশপাশের এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বস্ত্রবিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি থানার তরফে পৃথ্বিশ বিশ্বাস, আদিবাসী সম্প্রদায়ের সমাজসেবী ও আকাশবাণীর সঙ্গীত শিল্পী সরকার মান্ডি সহ বাদল মুরমু ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, পল্লীমঙ্গল সম্পাদক সন্দীপন সরকার, অসিত চৌধুরী সহ স্থানীয় এলাকার বিশিষ্ট মানুষজন। পাল্লারোড পশপুকুর সুসৌর গাঁওতা ক্লাবের তরফে অজিত মুরমু ও প্রদীপ মুরমুরা জানান এইবার দ্বিতীয় বছরে পড়ল এই ক্লাবের এই উদ্যোগ, ভবিষ্যতেও এইধরণের কর্মকান্ড তারা জারি রাখবেন।