শনিবার, জানুয়ারী ১৮, ২০২০

৫৮তম বার্ষিকী পালন হল বাগমারী মানিকতলা উচ্চবিদ্যালয়ে


বাগমারী - মানিকতলা উচ্চবিদ্যালয়ের ৫৮ তম বার্ষিকী  

মোল্লা জসিমউদ্দিন  

কলকাতার কাঁকুড়গাছি সংলগ্ন বাগমারী - মানিকতলা গভঃ স্পন্সর্ড উচ্চ বিদ্যালয়ে মহাসমারোহে পালিত হল ৫৮ তম বার্ষিকী। গত বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনব্যাপি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণী, ছাত্রদের পরিবেশিত চারুচলা এবং বিজ্ঞান প্রদর্শনী চলে। সেইসাথে কবিতা পাঠ, নৃত্য পরিবেশন তো ছিলই। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি অবধি কৃতিদের বইপত্র উপহার হিসাবে তুলে দেওয়া হয়। 'এল এন্ড টি' সংস্থার তরফে পুরস্কার দেওয়া হয় এদিন। উল্লেখ্য, এই সংস্থাটি  ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি অবধি আগ্রহী পড়ুয়াদের কম্পিউটার শিক্ষা, স্পোকেন ইংলিশ শিক্ষা প্রদানে শিক্ষক ও বইপত্র বিনামূল্যে সরবরাহ করে থাকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীদের বিধান শিশু উদ্যানে 'প্রয়াস' বিভাগে কোচিং করানোর ব্যবস্থাও রয়েছে। শুক্রবার বিকেলে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী বাসুদেব মাইতি, স্কুল পরিচালন সমিতির পদাধিকারী শ্রী দেবাশীষ সরকার, প্রধান শিক্ষক ডক্টর দেবীপ্রসাদ আচার্য প্রমুখ।   এই স্কুল টি ১৯৬৩ সালে চালু হয়। বর্তমানে হাজারের কাছাকাছি পড়ুয়া রয়েছে। প্রাতবিভাগে প্রাইমারি ( প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি)  শিক্ষার পঠনপাঠন চলে। দুপুরে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি অবধি পড়ানো হয়। উচ্চমাধ্যমিকে কলা, বিজ্ঞান, কর্মাস তিনটি বিভাগেই পড়ানো হয়।শুক্রবার দিন ক্ষুদে পড়ুয়ায়াদের সচেতনতামূলক প্রদর্শনীতে পথ নিরাপত্তা থেকে জল ধরো জল ভরো প্রকল্পের বার্তা দিতে নানান কর্মকান্ড করতে দেখা যায়। শুধু তাই নয় প্রকল্পের বিস্তারিত তথ্য পেশ করতেও দেখা যায় তাদের কে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর দেবীপ্রসাদ আচার্য বলেন - " প্রতিবছরই আমরা এইরুপ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিজ্ঞান প্রদর্শনী করে থাকি "।                                                                                 

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER