মঙ্গলবার, জানুয়ারী ০৭, ২০২০

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে আজ অনাস্থা ভাটপাড়ায়

মোল্লা জসিমউদ্দিন (টিপু)   

সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ভাটপাড়া পুরসভার অনাস্থা মামলাটি উঠে। এদিন ডিভিশন বেঞ্চ গত বৃহস্পতিবার বিচারপতি অরিন্দম সিনহার সিঙ্গেল বেঞ্চের রায় কে খারিজ করে জানিয়ে দেয় - 'মঙ্গলবার বেলা একটা নাগাদ  নির্বাচন কমিশনের উপস্থিতিতে ডিএম - এসপির পরিচালনায় অনাস্থা ভোট হবে। পুরো অনাস্থা ভোট প্রক্রিয়াটি ভিডিও রেকর্ডিং চলবে।আগামী বৃহস্পতিবার ডিএম মুখবন্ধ খামে এই অনাস্থা ভোট নিয়ে রিপোর্ট দেবেন   '। সেইসাথে এই পুরসভার সমস্ত কাউন্সিলারের নিরাপত্তা সুনিশ্চিত করার আদেশনামা জারী হয়েছে ডিভিশন বেঞ্চের তরফে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহার এজলাসে এই মামলার রায়দানে সেদিনকার অনাস্থা ভোট বাতিল হয়েছিল। তড়িঘড়ি শুক্রবারেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে আপিল করে ভাটপাড়া পুরসভার তিন তৃনমূল কাউন্সিলার। তবে রায়ের প্রত্যায়িত কপি পিটিশনে না থাকায় শুক্রবার দ্রুত শুনানির আর্জি খারিজ হয়। সোমবার দুপুরে পুনরায় এই মামলাটি উঠে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। সেখানে সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে মঙ্গলবার বেলা একটার মধ্যে নির্বাচন কমিশনের উপস্থিতিতে ডিএম - এসপির পরিচালনায় অনাস্থা ভোট করার নির্দেশ জারী হয়। আগামী বৃহস্পতিবার ডিএম অনাস্থা ভোটপর্ব নিয়ে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করবেন বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে।      ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ - 'গত ২ জানুয়ারি পুর চেয়ারম্যানের অনাস্থাপ্রস্তাবে সংখ্যাগরিষ্ঠতা ছিল না '। প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার ৩৫ টি ওয়ার্ড রয়েছে। গত লোকসভা নির্বাচনে একদা ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান অর্জুন সিং সাংসদ হওয়ায় এই আসন টি খালি হয়। এছাড়া একজন কাউন্সিলার মারা গেছেন। অর্থাৎ ৩৩ জন কাউন্সিলার রয়েছেন। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৭ জন কাউন্সিলার। গত বৃহস্পতিবার অনাস্থা ভোটে তৃণমূলের পক্ষে ১৯ টি ভোট পড়েছিল। এই পুরসভায় একজন বামেদের কাউন্সিলার রয়েছেন। যিনি বরাবরই ভোটদানে বিরত থাকেন।  লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা পরবর্তী ২৯ জন কাউন্সিলার তৃনমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। এদের মধ্যে অনেকেই ফিরেছেন পুরাতন দলে (তৃণমূল) । এখন দেখার দলবদলের খেলায় কারা বাজিমাৎ করে ভাটপাড়া পুরসভার অনাস্থা ভোটে।                                                                                                                                                            

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER