শুক্রবার, জানুয়ারী ৩১, ২০২০

'ঐশীরা প্রেরণা সবার লড়াইয়ের ক্ষেত্রে' বললেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য

ঐশীরা প্রেরণা সবার লড়াইয়ের ক্ষেত্রে- বললেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্য

শম্পা প্রামাণিক
  
 দুর্গাপুর:-দুর্গাপুরে "দ্বিতীয় পুরুষ" বাংলা সিনেমার প্রচারে এসে CAA এবং NRC নিয়ে বিস্ফোরক মন্তব্য করে JNU ছাত্রী তথা সভাপতি ঐশী ঘোষের পাশে দাঁড়ালেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এক একান্ত আলাপচারিতায় অনির্বাণ বলেন সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য লড়াই করতে গিয়ে, ঐশীদের উপর ফ্যাসিস্ট কায়দায় বর্বর আক্রমণ হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদী ছাত্র ছাত্রীরা মার খাচ্ছে। তা চাপিয়ে দেওয়া রাজনীতির ফল। এমন অবস্থায় 'ঐশীরা' বিভিন্ন জায়গায় গর্জে ওঠছে। তবে ঐশীদের মাথা ফাটিয়ে প্রতিবাদের থামানো যাবে না, তা এতদিনে বোঝা উচিত ছিল। অনেকেই CAA এবং NRC সমর্থন করেনা। এমনও মানুষের প্রতিবাদের ভাষা হতে পারে ঐশিরা। লড়াইয়ের প্রেরণা হতে পারে।

দিল্লির রাজপথে বন্দুকবাজের হাতে আক্রান্ত প্রতিবাদী ছাত্রের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শঙ্কিত অভিনেতা দাবি করেন দেশের সীমানায় সেনারা পাহারায় আছেন আর চতুর্দিক থেকে সুরক্ষা দিচ্ছেন। কিন্তু দেশের ভিতরে বন্দুকবাজদের হাত থেকে কে রক্ষা করবে; তা নিয়ে সরকার এখনও নীরব। এমন অবস্থায় আগামী দিনে সুরক্ষা কে দেবে! তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই সরকার আমাদের সুরক্ষা দিতে পারছে না। এমন অবস্থায় সময়ই সরকারকে জবাব দেবে।

অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ বলেন ছোটবেলা থেকে এমন ভারতবর্ষ আমি দেখিনি। সংবিধান প্রদেয় স্বাধীনতা কখনো আটকানো উচিত না। কারো উপর কিছু চাপিয়ে দেওয়াও উচিত না। কারোর ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া আমি সমর্থন করি না। শ্রমিক আন্দোলনের পীঠস্থান শিল্পাঞ্চল দুর্গাপুরে দাঁড়িয়ে অভিনেতা গৌরব চক্রবর্তী বলেন প্রতিবাদের সঙ্গে আছি। ব্যক্তিগত কারণে রাজপথের মিছিলে পা মেলাতে পারিনি। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশে যা ঘটছে তা দুঃখজনক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় বলেন ভারতবর্ষের মতন দেশে ঐক্য কতটা প্রয়োজনীয় তা বর্তমান রাজনৈতিক পরিমণ্ডলে বোঝা যাচ্ছে। সারা দেশ জুড়ে মানুষ মিছিলে হাঁটছেন। একজন কলেজ পড়ুয়া হিসেবে ঐশী ঘোষকে প্রেরণা বলে মনে করি। কারণ একজন মানুষ হিসাবে কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যায় তা শিখিয়েছে ঐশী ঘোষ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER