শুক্রবার, জানুয়ারী ২৪, ২০২০

মহাকাশ বিজ্ঞানের পাঠ নিতে বিধান শিশু উদ্যানে পড়ুয়ারা


মহাকাশ বিজ্ঞান প্রদর্শনী চলছে বিধান শিশু উদ্যানে

গোপাল দেবনাথ  

মহাকাশ বিজ্ঞান প্রদর্শনী চলছে বিধান শিশু উদ্যানে। গত বুধবার দুপুরে শুরু হয়েছে চলবে শুক্রবার বিকেল পর্যন্ত। কলকাতার হাডকো মোড় সংলগ্ন    বিধান শিশু উদ‍্যানে মহাকাশ বিজ্ঞান নিয়ে প্রদর্শনীতে আজ সাধারণ মানুষের ঢল নামে।  প্রদর্শনী দেখতে  সকাল থেকেই হাজার হাজার মানুষ বিধান শিশু উদ‍্যান মুখী। এখন পযর্ন্ত প্রায় কুড়ি হাজারেরও বেশি দর্শনার্থী এসেছেন বলে জানা গেছে   । মহাকাশ বিজ্ঞান নিয়ে ছোটদের মধ্যে আগ্রহ চোখে পড়ার মতো। তাদের হাজারো প্রশ্নের উত্তর দিচ্ছেন আহমেদাবাদ থেকে আসা ইসরোর বিজ্ঞানীরা। তাদের যোগ্য সহযোগিতা করছে কলকাতার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা।  প্রসঙ্গত উল্লেখযোগ্য,গতকাল সকাল এগারোটায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন ইসরোর সিনিয়র এডভাইজার তথা বিশিষ্ট বিজ্ঞানী ড.তপন মিশ্র। উপস্থিত ছিলেন মধ‍্য শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি(একাডেমিক) ড.পার্থ কর্মকার,ড.চন্দন কুমার পাল,ড.শৈবাল রায়, বিশিষ্ট সাহিত‍্যিক সাংবাদিক একরাম আলি প্রমুখ । প্রদর্শনী চলবে শুক্রবার  সন্ধ্যা সাতটা পর্যন্ত। এর পাশাপাশি চলছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনির ছাত্র ছাত্রীদের কুইজ,তাৎক্ষনিক বক্তৃতা,বিতর্ক এবং মডেল তৈরির প্রতিযোগিতা চলছে বলে জানান বিধান শিশু উদ্যানের কর্মকর্তা গৌতম তালুকদার।          

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER