শনিবার, ফেব্রুয়ারী ২৯, ২০২০

কলকাতা হাইকোর্টে জামিন খারিজ রোজভ্যালী কর্তার

মোল্লা জসিমউদ্দিন  
শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদের এজলাসে রোজভ্যালী কর্তা গৌতম কুন্ডুর জামিনের আবেদনের শুনানি চলে। উভয় পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারপতি রোজভ্যালী কর্তার জামিন খারিজ করে দেন। তবে সেইসাথে আরেক অভিযুক্ত ভোক্যাল ক্যান্সারে আক্রান্ত অরুণ মুখোপাধ্যায়ের  চিকিৎসা চলবে সুপার স্পেশালিষ্ট হাসপাতালে বলে নির্দেশিকা জারী হয়েছে। চিকিৎসার সমস্ত খরচ বহন করবে তদন্তকারী সংস্থা ইডি বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে আদেশনামায়। প্রায় ১৮ হাজার কোটি বাজার থেকে বেআইনীভাবে তুলে নেওয়ার মামলায় ইডি গ্রেপ্তার করে রোজভ্যালী কর্তা কে। ২০১৫ সালে জুন মাসে রোজভ্যালী কর্তা সহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ইডি। প্রায় ৪ বছর ১১ মাস জেলে থাকার পর শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি শিবকান্ত প্রসাদের এজলাসে জামিনের আবেদন জানান রোজভ্যালী কর্তার আইনজীবী। আরেক অভিযুক্ত অরুণ মুখোপাধ্যায়ের   জামিনের সপক্ষে শারীরিক অসুস্থতার মেডিকেল প্রেসক্রিপশন দেখানো হয়। তবে উভয় পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারপতি রোজভ্যালী কর্তার জামিন খারিজ করে দেন। তবে আরেক অভিযুক্ত অরুণ মুখোপাধ্যায়ের   ইডির খরচে সুপার স্পেশালিষ্ট হাসপাতালে সুচিকিৎসার নির্দেশও দেন বিচারপতি।                                                                                
    

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER