সানি প্রসাদ
বর্ধমান শহরের তিন নম্বর ওয়ার্ড মেহেদিবাগান মদ গাজা জুয়া এবং অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে একটি সভা অনুষ্ঠিত হয় | এদিনের সভায় উপস্থিত ছিলেন আইসি বর্ধমান থানা পিন্টু সাহা, বর্ধমান শহরের বিশিষ্ট সমাজসেবী খোকন দাস,জেলা আইএনটিটিইউসি সভাপতি ইফতেখার আহমেদ,সমাজসেবী যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য,আইনজীবী অসিত ঘোষ প্রমুখ |