আমিরুল ইসলাম
বৃহস্পতিবার সকাল বেলায় ভাতারের বলগোনা বাজারের বৃহন্নলাদের উদ্যোগে ৩০০টি পরিবারকে দেওয়া হলো খাদ্য সামগ্রী।করোনা মোকাবেলায় পুলিশ প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় চালিয়ে যাচ্ছে জনজীবন কে ভালো করার কাজ। পাশাপাশি যে সমস্ত মানুষ গৃহবন্দি রয়েছেন তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন সরকার থেকে শুরু করে বিভিন্ন ক্লাব সংগঠন। আজ ভাতারের বলগোনা বাজারে রয়েছে ৮ জন বৃহন্নলা। তারা দারিদ্র্য মানুষের পাশে দাঁড়ালো। আজ ৩০০ টি পরিবারকে দিলেন খাদ্য সামগ্রী মানুষ।আলু - চাল - নুন - সাবান প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেখানে।