শুক্রবার, এপ্রিল ২৪, ২০২০

বিদ্যালয়ের আলু - চাল বিলি নিয়ে উত্তেজনা ভাতারে

আমিরুল ইসলাম
  
 প্রাথমিক বিদ্যালয় চাল ও আলু ঠিক সময়ে না দেওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ভাতার বিধানসভার তেঁতরাল গ্রামে।


পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার অন্তর্গত খেতিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে তেঁতরাল প্রাথমিক বিদ্যালয় সঠিক সময়ে চাল ও আলু না দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
অভিযোগের তির  স্কুলের প্রধান শিক্ষক বিমলকুমার মালিকের দিকে।কারণ তিনি গত বেশ কয়েকদিন ধরে বিদ্যালয় আসেননি।

 অবশেষে গ্রাম পঞ্চায়েতের প্রধানের সহযোগিতায় ওই প্রাথমিক বিদ্যালয় চাল দেয়া হলো আজ, খুশি এলাকার মানুষ।

জানা যায় রাজ্য সরকার দ্বিতীয় দফায় প্রাথমিক বিদ্যালয় গুলিকে চাল দেওয়ার নির্দেশ দেন এ মাসের ২০ তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত।
কিন্তু ভাতার বিধানসভার সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চাল বিতরণ শেষ হয়ে যায় গতকাল অর্থাৎ 23 তারিখে। কেবলমাত্র তেঁতরাল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে  চাল দেওয়া হয়নি।
অভিযোগ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার মালিক গত এক সপ্তাহ ধরে বিদ্যালয় আসেননি এবং ওনার ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না ।অবশেষে এলাকার মানুষজন গ্রাম পঞ্চায়েতের প্রধান শুকতারা বেগমকে বিষয়টি জানান ।
গ্রাম পঞ্চায়েতের প্রধান শুকতারা বেগমের সহযোগিতায় ওই বিদ্যালয়ে আজ চাল বিতরণ হল।
পাশাপাশি ওই চাল বিতরনে সহযোগিতা করেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা।

আজকের এই চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান শুকতারা বেগম, তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সৌমেন হাটি, প্রহ্লাদ দাস ,আব্দুল নঈম, অসিত কুমার পাঠক।

গ্রাম পঞ্চায়েতের প্রধান শুকতারা বেগম জানান আমার কাছে বারবার অভিযোগ করছিল গ্রামের অভিবাবকরা। আমি খোঁজ খবর নিয়ে দেখি স্কুলে সঠিক সময়ে চাল আসেনি।স্কুলে চালাসে 22 তারিখে। এরপর আমি প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি উনি ফোন ধরেননি ।তাই আমি আমার এলাকার মানুষজনদের নিয়ে আজ চাল বিতরণ করলাম এলাকার মানুষ খুশি।

অপরদিকে স্কুল পরিদর্শক  সৌমেন মন্ডল জানান আমার কাছে অভিযোগ আসে তেঁতরাল স্কুলে চাল দেয়া হয়নি ।আমি খোঁজ নিয়ে দেখি প্রধান শিক্ষক স্কুলেই আসেননি। ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তার উত্তর পাইনি। তাই অবশেষে আজকে চাল বিতরণ হয়েছে প্রধানের  সহযোগিতায় সরকারি নিয়ম মেনেই।
অপরদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমলকুমার মালিক এর সঙ্গে যোগাযোগ করা যায়নি কারণ ফোনের সুইচ অফ ছিল।
সব মিলিয়ে দেরিতে চাল পেলেও প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকরা। 

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER