অন্ন
সন্তু বন্দ্যোপাধ্যায়
রক্ত ঝরা ঘাম দিয়ে
লোকে তোমায় তৈরি করে,
শত পরিশ্রমের পরে তুমি
আসো লোকের ঘরে,
তোমার জ্বালা তারাই বোঝে
পায়না যারা খেতে,
বল আর কতদিন থাকবে তারা
আধপেটা খেয়ে বেঁচে,
কেউবা তোমায় নষ্ট করে
কেউ বা তোমার খোঁজে,
কেউ বা তোমার আশায় থাকে
শত লোকের মাঝে,
অন্ন তোমার যায় না বোঝা
তুমি যার দাও ভরে দাও,
থাকে যারা স্টেশন ধারে
তাদের খাবার কেড়ে নাও,
তারাও মানুষ আমরাও মানুষ
তাহলে কেন ভেদ বিচার,
কেন তুমি তাদের কোন
দাও না সুবিচার,
যে তোমারে ভক্তি করে
থাকো নাকি তুমি তারই ঘরে,
জানিনা কেন মানুষ তোমায়
না জেনে বুঝে অবহেলা করে,
চাই তোমাকে সবাই জানি
কেউ কেউ না পায়,
অন্ন তুমি অনেক মহান
তোমার সবাই যেন পায়!