মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২০

দুর্গাপুরে কং নেতার খাদ্য সামগ্রী বিলি

সেখ নিজাম আলম 
 

কংগ্রেস নেতার সাহায্য।কংগ্রেস নেতা তথা  প্রাক্তন পশ্চিম বর্ধমান জেলা কমিটির  সদস্য  জয়গোপাল দে আজ দূর্গাপুরে ২৫ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করলেন। জানা যায় চাল,ডাল,তেল,সাবান,সোয়াবিন,নুন প্রভৃতি দান করেন। জয়গোপালবাবু জানান, এই লক ডাউনে গরীবদের কষ্ট অনুধাবন করে আমি ব্যাক্তিগতভাবে ২৫ টি পরিবার কে এই খাদ্যদ্রব্য দান করে নিজেকে ধন্য মনে করছি। কারণ এই খাদ্যদ্রব্য পেয়ে গরীবদের যে কি আনন্দ তা উপলব্ধি করেছি। ভবিষ্যতে পূণরায় তার দান করার মানসিকতা আছে বলে তিনি  জানান।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER