আমি কিয়ান (আর্য)
স্বপ্না ব্যানার্জি
আর চিন্তা করো না তোমরা
আর ভেবো না, আমি তোমাদের
কাছে চলে এসেছি, ভাল আমি
আমি 'কিয়ান ব্যানার্জি' (আর্য)
আমাকে ঘিরেই তোমাদের এত আনন্দ,
তোমরা সারাদিনের কাজের ফাঁকে শুধু -
আদর দিও আমাকে, একটু
সেদিন চাঁদের আলোয় ঘরের কোণে
দুটি প্রজাপতি বসেছিল চুপচাপ,
বাগানের সব ফুল ফুটেছিল সেদিন,
মা-বাবার বুকে শুনেছি সমুদ্র গর্জন,
আর অতি দূর-দূরান্তের ভালোবাসার সুর,
দুচোখ বন্ধ করে মা-বাবার কম্পিত
দুহাত চেয়েছিল আমাকে ভগবানের কাছে,
সেদিন দিনের শুরুতেই ঝলমল করেছিল,
প্রাণময় সোনালী রোদ আর চাঁদের আনাগোনা,
চঞ্চল পায়ে বাড়ির সকলের মন জয় করতে
এলাম আমি (কিয়ান) মায়ের কোল আলো করে,
সবাই আমাকে করেছে বরণ, তোমরাও
আশীর্বাদ করো আমি (কিয়ান) যেন
অনেক বড় হই, আমার মা-বাবার মুখ উজ্জ্বল করতে পারি,
আমি যেদিন বাড়ি যাব, তোমরা সবাই
এসো কিন্তু আমাদের বাড়ি, সবাই কে আমি (কিয়ান)
দেখবো, আর আশীর্বাদ নেব,
আর আমি (কিয়ান) দেবো অনেক হামি!