জুলফিকার আলি
,দেশপ্রাণ এরিয়া কমিটির উদ্যোগে করোনা সংক্রমণ রোধে সার্বজনীন টেস্ট করা,চিকিৎসক, নার্স সহ স্বাস্হকর্মীদের চিকিৎসা সুরক্ষা প্রদান, কর্মহীন ও গৃহবন্দী মানুষদের ৩৫ কেজি চাল,কেন্দ্রীয় সরকারকে ৫০০০ টাকা,রাজ্য সরকার কে ২০০০ টাকা সবাইকে মঞ্জুর করা,রেশন সামগ্রী নিয়ে দলবাজি বন্ধ করা ইত্যাদি ৬ দফা দাবী সমূহের ভিত্তিতে দেশপ্রান ব্লকের বিডিও ও বিএ ওএইচ দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়।নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা মামুদ হোসেন, সঞ্জিত দাস,সুতনু মাইতি,তাপস মিশ্র,তরুণ মাইতি প্রমুখ।সিঅাইটিইউ র ডাকে একই দাবীসমূহের ভিত্তিতে মহকুমাশাসক দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা হরপ্রসাদ ত্রিপাঠী,মামুদ হোসেন, কানাই মুখার্জি, জয়দেব পণ্ডা,সলিল বরণ মান্না প্রমুখ।