সুরজ প্রসাদ
কোরোনার হানাহানির
তথ্য চুরি, রেশনের চাল দুর্নীতি ও বিজেপি সাংসদদের ত্রাণ দিতে বাধা দেওয়ার প্রতিবাদে বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচী নেওয়া হয়েছে। লকডাউনের মধ্যেই বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করা হয়েছে। বিজেপির জেলা সহসভাপতি প্রবাল রায় বলেন, কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ বাসিদের জন্য প্রযাপ্ত রেশনের চাল,গম পাঠিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বেশির ভাগ মানুষ তা পাচ্ছে না। তৃনমূল নেতারা সেই চাল,গম রেশন দোকান থেকে নিয়ে নিজেদের পার্টি কর্মীদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। এছাড়া কোরানা সংক্রমণের এখম পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে তার সঠিক পরিসংখ্যান দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার। সংক্রামণ রুখতে যে পরিমান র্যাপিড টেস্ট করা দরকার তার ১শতাংশও হচ্ছে না বলে অভিযোগ করেন প্রবাল বাবু। অন্যদিকে তৃনমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত বলেন, রাজ্যে সরকার যে ভাবে সকলের মধ্যে রেশন সামগ্রী বন্টন করছে তা দেশের বিজেপি শাসিত রাজ্যে গুলো করছে কি না সন্দেহ আছে। তিনি আরো বলেন, কেন্দ্রের উচিত ছিলো আরো আগে থেকে লকডাউন করা, সেই সাথে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করা। তা না করায় বিদেশ থেকে আসা যাত্রীদের থেকে দেশে মধ্যে বিশাল আকারে করোনা সংক্রমণ ঘটেছে। বিজেপি মানুষের এই দুসময়ে পাশে না দাঁড়িয়ে অযথা রাজনীতি করছে।