রবিবার, এপ্রিল ২৬, ২০২০

অব্যক্ত - প্রণব সমাদ্দার

অব্যক্ত 
        প্রণব সমাদ্দার
হাসিকেই সত্যি ভেবে নিলে?
তুমি দেখলে না চক্ষের বুকে চিক্ চিক্ করা জল,
সূর্যস্নাত দীঘির মতো ;
অস্থি-গারদে আবদ্ধ ব্যথা-আসামীকে 
খুঁজলে না,
শুধু নিরবয়ব সম্ -এর বন্ধনে ,
আমার মুমূর্ষু সঙ্গীতকে
সীমায়িত করো তুমি,
অকরুণ!

অনেক  খেয়ালী বর্ষণের পর,
আকাশ যখন নিজেকে প্রকাশ করার 
নির্লজ্জ আশায় ব্যাকুল --
ঠিক তখনই,
সারা পৃথিবীর কৃষ্ণকায় মেঘে,
তাকে ঢেকে দাও  :
এ কেমন খেলা তব, দুঃশাসন?

যখনই স্বল্প সম্ভারে অর্ঘ্য সাজিয়ে ,
মৌন হস্তে সন্ধ্যাপ্রদীপ জ্বালি  আনত নম্রে 
তখনই লক্ষ  দীর্ঘশ্বাস,
একসাথে পড়ে কোথা হ'তে,
নিভে যায় সে প্রদীপ,
দেবতা অন্ধকারে  থাকে!

দুর্নিবার লিপ্সাহত প্রকৃতিকে,
যখনই ত্যাগের কুঠারে খণ্ডিত করতে উদ্যত হই  :
ঠিক তখনই,
অধরা অমৃতভান্ড সামনে ধরো,
কেন?

তুমি নিজেও জানলে না কী চাও,
আমাকেও জানালে না ।।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER