নারী
তৃণা মুখার্জি
হঠাৎ মন বলে উঠলো-
হারিয়ে গেছি আমি।
জানি না কোন সূদূরের পাড়ে।
আমি কি সেই চণ্ডালিকা, যাকে থাকতে হয় নগর প্রান্তে?
নাকি সেই চিত্রাঙ্গদা,
যার স্থান সে নিজেই ঠিক করে?
নাকি সেই সারাদিন খেলা দেখানো ভানুমতী?
নাকি ঐ নীরব পশুদের সাথে কথা বলা নীরব সুভা?
তারপর উত্তর এলো,
আমি সেই নারী
যাকে যুগ যুগ ধরে পুরুষেরা করেছে বন্দনা ,
যার শক্তিতে সকলে হয় আলোকিত।
হ্যাঁ আমি সেই নারী।।