সোমবার, এপ্রিল ২৭, ২০২০

'ঘর থেকেই রক্তদান' চালু হলো মেমারিতে

সুরজ প্রসাদ
 

চলতি লকডাউনে কঠিন সময়ে রক্তের আকাল মেটাতে , "ঘরে থেকেই রক্তদান" এই অভিনব উদ্যোগ নিল পল্লিমঙ্গল সমিতি।  পল্লিমঙ্গল সমিতি ও গায়ক সিধুর উদ্যোগে ভরুকা ব্লাড ব্যাংকের সহযোগিতায় "LUSD" গ্রুপের ব্যবস্থাপনায় ঘরে বসেই রক্তদানের ব্যবস্থা করছে পল্লিমঙ্গল সমিতি। সোমবার থেকে এই কর্মসূচির শুভ সূচনা হল। এই ধরনের রক্তদান শিবির পূর্ব বর্ধমান জেলায় এই প্রথম বলে দাবী কর্তৃপক্ষে। পল্লিমঙ্গল সমিতির তরফে জানানো হয়েছে, লকডাউনের সময় বাইরে বেরুনো বা কোন জমায়েত করে কিছু করা যাবে না। তাই রক্তদান শিবিরের ভিড় এড়াতে প্রত্যেকেই বাড়ি থেকে রক্তদান করতে পারবেন। রক্ত দেওয়ার জন্য নাম জমা দিতে এই নম্বরে ৯০৬৪৯৯৩১৩৬  ফোন করতে হবে।  তা হলেই ভ্রাম্যমান রক্তসংগ্রহের মেডিকেল টিম ও গাড়ি পৌছে যাবে আপনার বাড়ি, সমস্তরকম নিয়ম মেনে সংগ্রহ করবে রক্ত। সমিতির সম্পাদক সন্দীপন সরকার জানান আজ ৪২জন রক্তদাতার বাড়ি থেকে রক্ত সংগ্রহ করা হয়। 

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER