পারিজাত মোল্লা
সোমবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ১ নং চক্রের অধীনে সকল শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, অবর বিদ্যালয় পরিদর্শক ও অফিস কর্মীদের দ্বারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ তিনশত টাকা দান করা হল। ত্রাণ তহবিল সংগ্রহে বিশেষ উদ্যোগ করেছিলেন চক্রের শিক্ষক মহম্মদ নাসারতুল্লা, শৈবাল চ্যাটার্জী, সৌরভ চ্যাটার্জী, জীবন পাল ,উদয় চ্যাটার্জী প্রমুখ।করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে সারা বিশ্বে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মঙ্গলকোটের কাশেমনগর এলাকার প্রাথমিক শিক্ষকদের এহেন উদ্যোগ কে জানিয়েছেন বিডিও মুস্তাক আহমেদ।