মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২০

গণপরিবহন কর্মীদের আর্থিক অনিশ্চয়তা নিয়ে স্মারকলিপি

জুলফিকার আলি 
  

করোনা ভাইরাস সংক্রমণের কারনে লকডাউন জনিত পরিস্থিতিতে হাজার হাজার গণপরিবহন  কর্মীদের কর্মহীনতায় অর্থনৈতিক সঙ্কটের মোকাবিলায় সরকারি অনুদান মঞ্জুরীর দাবীতে অাজ মহকুমাশাসক দপ্তরে সিঅাইটিইউ-র উদ্যোগে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়।নেতৃত্ব দেম সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন, হরপ্রসাদ ত্রিপাঠী,কানাই মুখার্জি, সলিলবরণ মান্না প্রমুখ। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জানান হাজার হাজার গণপরিবহন সংশ্লিষ্ট কর্মীরা বিশেষ করে বাস,লরী,মিনি লরী,ট্যক্সি,অটো,টোটো, ট্যম্পো ইত্যাদি ক্ষেত্রে শ্রমিক -কর্মী দের বেহাল অর্থনৈতিক অবস্থা। মামুদ হোসেন বলেন কাঁথি শহরের উপরে নির্ভরশীল ৫/৬ হাজার অটোরিকশা, টোটোরিকশা,রিকশা ও ভ্যানরিকশা চালকেরা পরিবার -পরিজনদের নিয়ে  বেহাল   অবস্থায় দিন কাটাচ্ছেন।অবিলম্বে গণপরিবহন কর্মী দের সরকারি অনুদান মঞ্জুর করা জরুরী।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER