শুক্রবার, এপ্রিল ২৪, ২০২০

নিউ ব্যারাকপুর স্টেশনে গতিহীন লকডাউন

জ্যোতিপ্রকাশ মুখার্জি

  
       বিশ্ব জুড়ে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।নাজেহাল অবস্থা ইউরোপ ও আমেরিকার মত উন্নত মহাদেশগুলোর।নির্দিষ্ট ভ্যাকসিনের অভাব থাকলেও প্রচলিত চিকিৎসায় সুস্থ হচ্ছে বহু মানুষ। বিশেষজ্ঞদের মতে এই মারণ রোগ প্রতিহত করার একমাত্র উপায় কঠোরভাবে সামাজিক দূরত্বের অনুশাসন পালন করা।
      কয়েকটি নির্দিষ্ট এলাকায় আবদ্ধ থাকলেও  গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। একাধিক জেলাকে 'রেড জোন' হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হাত জোড় করে এমনকি রাস্তায় নেমে লকডাউন পালন করতে, সামাজিক দূরত্ব মেনে চলতে এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য  অনুরোধ করছেন।
       কিন্তু মুখ্যমন্ত্রী এবং বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে স্টেশন সংলগ্ন নিউ-ব্যারারপুরের এক শ্রেণির বাসিন্দা প্রতিদিন বিকেলে স্টেশনের সাত নম্বর রেল গেটের কাছে রেল লাইনের উপর আড্ডা মারছে। নুন্যতম দূরত্বও তারা বজায় রাখছেনা। তাদের এই অবাঞ্ছিত  আড্ডা দেখে স্হানীয় বাসিন্দারা আতঙ্কিত। 
      এলাকাবাসীদের বক্তব্য - এই কয়েকজনের জন্য বাকিরা যাতে বিপদে না পড়ে তার জন্য পুলিশ প্রশাসন দ্রুত কঠোর ব্যবস্থা নিক। স্হানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে না পারার জন্য তাদের বক্তব্য জানা যায়নি।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER