শুক্রবার, এপ্রিল ০৩, ২০২০

মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মেমারিতে খাদ্য সামগ্রী বিলি

সেখ সামসুদ্দিন
 

মেমারি ১ ও ২ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিকের উদ‍্যোগে মেমারি পুরসভার ৯ নং ওয়ার্ডে গরীব মানুষদের ৩ কেজি করে চাল, ৪ কেজি করে আলু, মুড়ি, বিস্কুট ও সাবান দেওয়া হয়। এখানে ৪০ জনকে খাদ‍্যদ্রব‍্য দেওয়া হয়। একইভাবে বিকালে জেলা তৃণমূল ছাত্র পরিষদ সহভাপতি ও যুব সংগঠনের উদ‍্যোগে ৫ নং ওয়ার্ডেও একই খাদ‍্যদ্রব‍্য ১০৭ জনকে প্রদান করা হয়। গতকাল পুরসভার ভাইস চেয়ারম্যান তথা ১০ নং ওয়ার্ড কাউন্সিলার সুপ্রিয় সামন্ত গরীব মানুষদের খাওয়ানোর পাশাপাশি ওয়ার্ডের গরীব মানুষদের চাল, আলু, মুড়ি, বিস্কুট, সাবান দেন। উনি দুশোজনের হাতে এই খাদ‍্যদ্রব‍্য তুলে দিয়ে বলেন লকডাউন যদি বাড়ানো হয় আবারও গরীব মানুষদের এইভাবে খাদ‍্যসম্ভার তুলে দেব। আজ ভাইস চেয়ারম্যান  ৫নং ওয়ার্ডের ১২ টি পরিবারকে খাদ‍্য সহায়তা  দেন। আজকের দুপুরের খাবারে মাংস ভাতের ব‍্যবস্থা করা হয়েছিল এবং সেখানেও দুশোজন খাবার খেয়েছে। এই কর্মসূচিতে ভাইস চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক নার্গিস বেগম, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, সমাজসেবী শুভেন্দু গুহ, ছাত্র নেতা মুকেশ শর্মা, শিক্ষক ও সমাজসেবী সৌমিত্র সামন্ত সহ ওয়ার্ডের সদস‍্যবৃন্দ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER