সুভাষ মজুমদার,
এবার করোনা সচেতনতায় রাস্তায় গান গাইলেন পুলিশকর্মী।
বেশ কয়েক দিন ধরেই করোনা সংক্রমণ এড়াতে লক ডাউন সফল করতে পুলিশি ভূমিকার যে ছবি দেখা গেছে এবারে তা একবারে ভিন্ন।
এবার রাস্তায় গান গেয়ে মানুষ কে সচেতন করতে পথে নেমেছে পুলিশ।
একধিক জনপ্রিয় হিন্দি বাংলা গানের সুরে করোনা সচেতনতায় ধনিয়াখালীর বিভিন্ন এলাকার পুলিশ ক্যাম্পে গান গাইলেন ধনিয়াখালী থানার সাব ইন্সপেক্টর সুবীর রায়।
ধনিয়াখালীর বিভিন্ন এলাকায় করোনা সচেতনতা পুলিশের ক্যাম্প করা হয় হুগলি গ্রামীণ পুলিশের উদ্দ্যোগে।মঙ্গল বার সন্ধ্যায় সাধরণ মানুষ কে করোনা সচেতন করতে একধিক জনপ্রিয় হিন্দি এবং বাংলা গানের সুরে করোনা সচেতন করতে গান গাইলেন ধনিয়াখালী থানার সাব ইন্সপেক্টর সুবীর রায়।দুদিন আগেই লক ডাউন নিয়ে ধনিয়াখালী থানার সাব ইন্সপেক্টর সুবীর রায়ের গাওয়া একটি গান ভাইরাল হয়েছিল।