বুধবার, এপ্রিল ১৫, ২০২০

কোলাঘাটে রক্তদান শিবির

জুলফিকার আলি, 
  

রক্তদান মহৎ দান আর এই বার তাকে মাথায় রেখে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত মেচেদাতে তিন বন্ধু উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়,এইদিন রক্তদান শিবিরে মাতঙ্গিনী গেস্ট হাউস মেচেদা, মূলত এই গ্রীষ্ম কালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সমাজ সেবা সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির করা হয়, কিন্তু বর্তমানে নোবেল করোনা ভাইরাসের ফলে গোটা রাজ্যে লক ডাউন হয়ে যাওয়ার ফলে বন্ধ হয়ে গিয়েছে এই সব সংগঠনের রক্তদান শিবির অনুষ্ঠান, ফলে উদ্যোগ নিয়েছে এবার ব্লক প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন, সেই লক্ষ্যে এই রক্তদান শিবির, এ দিন এই রক্তদান শিবিরে ৩০ জন রক্তদাতা রক্ত দান করেন, এ দিন এই শিবিরে উপস্থিত ছিলেন খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান,শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আলী, এছাড়াও কোলাঘাট পুলিশ আধিকারিক, তবে এই রক্তদান শিবিরের বর্তমান স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে দূরত্ব বজায় রাখার চিত্র ফুটে ওঠে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER