বুঝে উঠা
প্রতিমা পাল
ছোট একটা গল্প
লিখছি কিছু অল্প।
মনের মাঝে না রেখে
দূর করো তাকে দেখে।
দেবে মনে অনেক ব্যথা
সইতে পারবে তো তার কথা।
প্রথম প্রেম মিষ্টি বেশি
প্রথম প্রথম বেজায় খুশী।
দেখতে থাকি তুমি কতো ভালো
সারা জীবন কী করবে আলো।
কিছু হয় মনের কথা
কিছু আবার সত্যি কথা।
যাক রাখতে পারলে ভালো
না হলে হবে জীবন কালো।