বুধবার, এপ্রিল ১৫, ২০২০

বর্ধমানের চারুল গ্রামে খাদ্য সামগ্রী বিলিতে জয় হিন্দ বাহিনী

জুলফিকার আলি
  

সমগ্র ভারতবর্ষজুড়ে চলছে লকডাউন | খেটে খাওয়া মানুষরা পড়েছেন আর্থিক সংকটে | পূর্ব বর্ধমান এ  সেসব মানুষের পাশে দাঁড়ালেন জয় হিন্দ বাহিনীর 1 নম্বর ব্লক চেয়ারম্যান শেখ হালিম | হালিম বাবু জানান, লকডাউন শুরু থেকেই বর্ধমান এ বিভিন্ন প্রান্তে মানুষের পাশে আমি আছি | আজ পূর্ব বর্ধমানের চারুল গ্রামে 400 জন দুস্থ মানুষের হাতে চাল, ডাল ,আলু পিয়াজ, তেল তুলে দিলাম | তিনি আরও জানান ,আজ পর্যন্ত প্রায় 5 হাজার মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি এবং যতদিন লকডাউন থাকবে ততদিন মানুষকে এই পরিষেবা দিয়ে যাব | উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জয় হিন্দ বাহিনীর সভাপতি রবিন নন্দী,বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ মালিক,বর্ধমান সদর থানার পুলিশ আধিকারিক পিন্টু সাহা ,বর্ধমান উত্তর বিধানসভার চেয়ারম্যান শেখ ডালিম, বিশিষ্ট সমাজসেবী সোমনাথ ভট্টাচার্য প্রমূখ |

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER