সুভাষ মজুমদার
ইফকো কিষান সেবা ট্রাস্ট এর সহযোগিতায় কৈকালা ক্রীড়া সংঘের পরিচালনায় লকডাউন পরিস্থিতি সাধারণ মানুষের সাহায্যার্থে খাদ্য সামগ্রী বিতরণ গত ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত চার দিন ব্যাপী ইফকো কিষান সেবা ট্রাস্ট - নতুন দিল্লী-র কর্ণধার উদয় শংকর অবস্থির এর অনুপ্রেরণায় ও কৈকালা ক্রীড়া সংঘ কৈকালা, হুগলির পরিচালনায় COVID - 19 সচেতনতা শিবির এবং লকডাউন পরিস্থিতিতে অসহায় মানুষের সাহায্যার্থে খাদ্য সামগ্রী বিতরণ শিবির অনুষ্ঠিত হয় । এলাকার বিশিষ্ট সমাজসেবী ও সর্বভারতীয় ইফকো কিষান সেবা ট্রাস্টের - অন্যতম শান্তিময় দে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ও প্রতিদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন । রাজ্য ও কেন্দ্রীয় সরকার নির্ধারিত করোনা সচেতনতা সংক্রান্ত স্বাস্থ্যবিধি সঠিক ভাবে পালন করার জন্য মানুষকে অনুরোধ করেন এবং এলাকার কমবেশি প্রায় তিন হাজার পরিবার কে ৫ কেজি চাল , ১ কেজি থেকে ৫০০ গ্রাম মুসুর ডাল , ৩ কেজি আলু এবং ৫০০ গ্রাম নুন পেয়ে উপকৃত হন । ইফকো তথা গ্রাম তথা রাজ্য তথা দেশকে করোনা মুক্ত করার আহ্বান জানান ও শৃঙ্খলা ভাবে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে । কেন্দ্রীয় ও রাজ্য সরকার নির্ধারিত করোনা প্রতিরোধ সংক্রান্ত স্বাস্থ্যবিধি প্রচার পত্র ।