মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২০

খাদ্য সামগ্রী বিলিতে ইফফো কৃষাণ সেবা ট্রাস্ট

সুভাষ মজুমদার
   

ইফকো কিষান সেবা ট্রাস্ট এর সহযোগিতায় কৈকালা ক্রীড়া সংঘের পরিচালনায় লকডাউন পরিস্থিতি সাধারণ মানুষের সাহায্যার্থে খাদ্য সামগ্রী বিতরণ গত ৯  থেকে ১২ এপ্রিল পর্যন্ত চার দিন ব্যাপী ইফকো কিষান সেবা ট্রাস্ট - নতুন দিল্লী-র কর্ণধার  উদয় শংকর অবস্থির  এর অনুপ্রেরণায় ও কৈকালা ক্রীড়া সংঘ কৈকালা, হুগলির পরিচালনায় COVID - 19  সচেতনতা শিবির এবং লকডাউন পরিস্থিতিতে অসহায় মানুষের সাহায্যার্থে  খাদ্য সামগ্রী বিতরণ শিবির অনুষ্ঠিত হয় । এলাকার বিশিষ্ট সমাজসেবী ও সর্বভারতীয় ইফকো কিষান সেবা ট্রাস্টের - অন্যতম   শান্তিময় দে  অনুষ্ঠানের শুভ সূচনা করেন ও প্রতিদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন । রাজ্য ও কেন্দ্রীয় সরকার নির্ধারিত করোনা সচেতনতা সংক্রান্ত স্বাস্থ্যবিধি সঠিক ভাবে পালন করার জন্য মানুষকে অনুরোধ করেন এবং এলাকার কমবেশি প্রায় তিন হাজার পরিবার কে ৫ কেজি চাল , ১ কেজি থেকে ৫০০ গ্রাম মুসুর ডাল , ৩ কেজি আলু এবং ৫০০ গ্রাম নুন পেয়ে উপকৃত হন । ইফকো তথা গ্রাম তথা রাজ্য তথা দেশকে করোনা মুক্ত করার আহ্বান জানান ও শৃঙ্খলা ভাবে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে । কেন্দ্রীয় ও রাজ্য সরকার নির্ধারিত করোনা প্রতিরোধ সংক্রান্ত স্বাস্থ্যবিধি প্রচার পত্র ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER