শুক্রবার, মে ০১, ২০২০

বিড়াল মাছ পাহাড়া দেয়! আসানসোলের ঘটনায় প্রভুভক্তি

মোহন সিং

  

কথায় বলে  বেড়াল আবার মাছ খাবে না। তার মানে বেড়াল- এর সামনে যদি মাছ থাকে, তাহলে সে সেটা খাবার চেষ্টা করবেই। এর উল্টোটা হওয়া প্রায় অসম্ভব। আমাদের বাস্তব অভিজ্ঞতাও সেই কথাই বলে। কিন্তু আমাদের চারপাশে মাঝে মধ্যেই এমনসব ঘটনা ঘটে যে নতুন করে ভাবতে হয় সবকিছু।  পশ্চিম বর্ধমানের সদর  আসানসোল শহরে রেলপার এলাকায় মহম্মদ আফতাব জাহাঙ্গীর একটি মাছের দোকান চালান। আশ্চর্যের বিষয় হলো তার এই দোকানে তাঁর সঙ্গে প্রতিদিন সারাটা সময় ধরে থাকে চার-চারটি বেড়াল। অথচ তারা কখনো মাছ খাবার চেষ্টা করে না। এমনকি জাহাঙ্গীর তখন দোকানে থাকেন না, তখন এই চার বেড়াল তার দোকান পাহারা দিলেও মাছ চুরির চেষ্টা করে না। জাহাঙ্গীর নিজের হাতে তাদের মাছ টুকরো টুকরো করে কেটে খেতে দেন । সেটা নিয়েই সন্তুষ্ট থাকে এই বেড়াল গুলো। ব্যাপারটা আশ্চর্যের হলেও এটাই বাস্তব। এলাকার বাসিন্দারাও এখন এই ঘটনা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন। তাই অবাক হন না। আর জাহাঙ্গীর মনে করেন বেড়াল মাত্রই চোর নয়।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER