'ঘুম নেই'
সুদীপ রায়
ঘুমোব কী,
চোখের জটিল আলো জেগে থাকে আজকাল সারা রাত l
আজ এগারোই মে ...
শুনছ কি আজ এগারোই মে।
দুপুরে খেয়েছি আজ পাবদার ঝোল।
রাতে তিন পিস ইন্ডিয়ান ট্যাকো।
বিছানায় যাওয়ার আগে বিটোফেন,
এলজোলাম পয়েন্ট টু ফাইভ।
তবু চোখে ঘুম নেই।
চোখে ঘুম নেই।
ঘুম নেই। নেই নেই নেই।
এবারে কী করবে বল ?
এক কাজ করতে পার তুমি,
পাহাড় ভাঙতে থাকো।