আমিরুল ইসলাম
প্রাকৃতিক বিপর্যয় সত্বেও ভাতারে রক্তদান শিবির তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।
পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে বামুনারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ প্রাকৃতিক বিপর্যয় কে উপেক্ষা করে রক্তদান শিবির।
বর্তমানে কোরোনা ভাইরাসের জেরে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের টান দেখা দিয়েছে ।সেই রক্তের টান দেখা দিতেই এই উদ্যোগ নিয়েছেন বামুনারা অঞ্চল তৃণমূল কংগ্রেস।
ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মনোয়ার ইসলাম জানান, সকাল থেকেই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে ভাতার ব্লক জুড়ে।তার সত্বেও সেই ঝড়-বৃষ্টি কে উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীরা এসেছেন আমাদের এই রক্তদান শিবিরে। তৃণমূল কংগ্রেসের কর্মী দের কে অসংখ্য ধন্যবাদ। মোট 40 জন রক্তদাতা রক্ত দেবেন আজ ।আমাদের 100 জন কর্মী হাজির হয়েছেন রক্ত দিতে। কিন্তু লোকজনের জন্য 40 জনের বেশি রক্ত নিতে পারবেন না বর্ধমান মেডিকেল কলেজ। এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে বামুনারা হাইস্কুলে।
এই রক্তদান শিবিরে উপস্থিত রয়েছেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল, ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ ব্যানার্জি, ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি মনোয়ার ইসলাম, বামুনারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পরেশ নাথ মুখার্জী।
সব মিলিয়ে প্রাকৃতিক বিপর্যয় অপেক্ষা করে রক্তদান শিবির ।