।।দুনিয়া আছে জুড়ে।।
কাজী একরাম আলী
দুনিয়া আছে জুড়ে,
একটার সাথে আর একটা ঘরে।
উৎপাদিত প্রতিটি কম্পন সারা বিশ্ব ঘোরে।
তোমার মায়া মমতা ভালোবাসার কম্পন,
আমার হিংসা ঘৃণা অহঙ্কারের কম্পন।
প্রতিটি কম্পনেই মানুষ কম্পিত হয়,
কেউ তোমার কেউ আমার তরে ।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...